পথশিশু সেবা সংগঠনের পরিচয়
পথশিশু সেবা সংগঠনের পরিচয়
পথশিশু সেবা সংগঠন একটি সেচ্ছাসেবা প্রতিষ্ঠান । “আসুন নিজে সেবা করি এবং অন্যজনকেও সেবা করার সুযোগ করে দেই” এই স্লোগান নিয়ে ২০০৭ সালের ২৭ এপ্রিল পথশিশু সেবা সংগঠন ঢাকার রাজপথে যাত্রা শুরু করে । সংগঠনটি সম্পূর্ন ভিন্নধর্মী একটি স্বেচ্ছাসেবা প্রতিষ্ঠান । বিভিন্ন ধর্ম, বয়স ও পেশার উদ্যমী কিছু স্বেচ্ছাসেবী সম্পূর্ন ব্যক্তিগত উদ্যোগে রাজপথে থাকা শিশুদের কষ্ট উপলদ্ধি করে সংগঠনটির সূচনা হয় । ভালোবাসার মাধ্যমে মানবতাবোধ তৈরী করা, শিশুদের অধিকার প্রতিষ্ঠা এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ তৈরী করা এ সংগঠনের অন্যতম উদ্দেশ্য। আর এ উদ্দেশ্য বাস্তবায়ন করা হয় শিশুদের সাথে বিভিন্ন খেলাধূলা, প্রয়োজনীয় চিকিৎসা, অনানুষ্ঠানিক শিক্ষা দান এবং তাদের প্রয়োজন অনুসারে সেবা প্রদানের মাধ্যমে ।
আমাদের উদ্দেশ্য
- শিশুদের অধিকার পূরণ করা
- সমাজে সুস্হ মানুষ হিসাবে বাঁচতে শেখানো
- পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ ও সম্পর্ক তৈরী করা
- শিশুদের মধ্যে আত্মবিশ্বাস তৈরী করা যেন তারা নিজেদের প্রকাশ করতে পারে
- সকল মানুষের মধ্যে মানবতা বোধ জাগ্রত করা
আমাদের লক্ষ্য
- পরিবার ও সামজ থেকে বিচ্ছিন্ন পথশিশুদের অধিকার নিশ্চিত করা
- স্বেচ্ছাসেবকগনের সংস্পর্শের মাধ্যমে তাদের মধ্য থেকে অন্ধকার, হাতাশা, কুসংস্কার, নেশার আসক্তি দূর করে তাদের সত্য সুন্দর আলোকময় পথ বেছে নিতে সাহায্য করা
- সমাজের মধ্যে জাগরণ ও চেতনাবোধ তৈরীর মাধ্যমে স্বেচ্ছাসেবা কাজে জনগনকে আগ্রহী করে তোলা
Amader webside ta guv e darun hoishe! 😀
thanks to Masud je ey big support dicche ebong Kabir je tar commission er shate Masud ke material dicche/dibe….just koek din age shuru korlo to