বড়দিন, নতুন সান্তাক্লজ, কিংবা নতুন গ্যান্ডালফ ও তার সংগঠন!প্রতি বছর বড়দিন এলেই শিশুরা ভাবে সাদাদাড়ী, সাদাচুল, পুরো গায়ে লাল জামাআবৃত, লালটুপিতে, হরিণের গাড়িতে চড়ে একজন সান্তাক্লজ আসবে। সান্তাক্লজ শিশুদের জন্য মুঠো মুঠো উপহার (খেলনা, চকোলেট অন্যান্য অনেক কিছু) নিয়ে আসবে তাদের প্রতি সদয় হবে এবং ভালোবাসবে। সান্তাক্লজ আমাদের শিশুদের জন্য শুধুমাত্র উপহার দিয়েই ক্ষান্ত হবেনা […]
কিছু বিজয় শোষিত, বঞ্চিত, অবহেলিত মানুষের জন্য শতাব্দীর পর শতাব্দী প্রত্যাশা আর অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে। দুর্বল জনগোষ্ঠী যে একতা, অসাম্প্রদায়িকতা আর ভালবাসার বন্ধনে আবদ্ধ হয়ে বিজয় অর্জন করতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ যেন ১৬ই ডিসেম্বর।আজ থেকে ঠিক ৪৪ বছর আগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পরিপূর্ণ বিজয়ের মাধ্যমে দেশ স্বাধীনতা অর্জন করেছিলো।শোষণ, অত্যাচার আর নির্মম