আমি মো: আসলাম হোসেন জয় । আমার বাবা মো: জসিম উদ্দিন (মৃত) । আমি আমার বাবা-মায়ের সাথে এক সময় কুড়িল বিশ্বরোডে একটি বস্তিতে থাকতাম । কুড়িল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণী পর্যন্ত পড়েছিলাম । আমার বয়স যখন নয়, তখন আমার বাবা মারা যায় । আমার মায়ের পক্ষে বাসা ভাড়া দেওয়া সম্ভব ছিল না, তাই আমরা ফার্মগেট পার্কে থাকতে শুরু করলাম । মা বাসা বাড়িতে কাজ করত, আর আমি পত্রিকা বিক্রি করতাম । এভাবে দুটি বছর কেটে গেল । ফার্মগেট পার্কে থাকাকালীন সময় পথ শিশু সেবা সংগঠনের ভাইয়া আপুদের সাথে বিভিন্ন পড়াশুনা খেলাধূলা করতাম, ছবি আঁকতাম । একদিন ব্রাদার লুসিও আমাকে সুন্দর জীবনের জন্য সাভারে একটি সেবা শ্রমে থাকার কথা বলেন । আমি রাজি হওয়ায় তারা আমার মায়ের অনুমোতি নিলেন । এখন আমি চতুর্থ শ্রেণীতে পড়ি । আমার রোল দুই (২) । আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, যেন গরীব রোগীদের চিকিৎসা করতে পারি, আর আমার মায়ের জন্য সুন্দর একটি থাকার জায়গার ব্যবস্হা করতে পারি ।
সবাই আমার জন্য দোয়া করবেন ।