ভালোবাসার এই অশেষ পণ্য কতজনাকেই তুমি দিয়ে ধন্য হতে চাও, বিলাতে চাও সর্বত্র। হতে চাও প্রেমপূজারি , কিন্তু একবার ভেবেছো কি তোমার এই মহামূল্যবান ভালোবাসার মূল্য কয়জনইবা দিচ্ছে , তবে একবার চোখ খুলে দেখো তোমার এই ভালোবাসার অল্প একটু পেতে হস্ত তুলে পূজায় মত্ত রয়েছে কষ্টে থাকা কতিপয় শিশু, একটু ভালোবাসা পেলেই রাস্তার এই পড়ে থাকা গোলাপরা সমাজে স্বপ্ন-আশার গন্ধ ছড়াতে পারে, পারে অথৈ মেধার মস্তিষ্ককে মাদকে না ঠেলে সমাজের কাজে লাগাতে। কষ্টে থাকা কতিপয় পথশিশুর কথা বলছি, এদের কারো কারো মা-নেই, বাবা নেই, কারো সব থেকেও নেই, ক্ষুধার কষ্টে তারা আজ নষ্ট পথের যাত্রী। ভালোবাসা নামক শব্দটি তাদের কাছে অমাবস্যা তিথি। তুমি তোমার একটু ভালোবাসা দিলেই এই শিশুরা অকালে ঝরে পড়েনা, হয়না চোর ,ডাকাত , খুনি। বন্ধুরা যাদের একবেলা মুখের অন্য যোগাতে নুন আনতে পান্তা পুরায়, পেটের দায়ে তারা খুন করবেই। অপরাধ বিজ্ঞান আমি ঠিক জানিনা তবে মানি মানুষ তখনই অপরাধী হয়, যখন কষ্ট , ক্ষুধায়, বৈষম্যে তার চোখে অনিচ্ছায় জল বয়। এসো বন্ধু একটু ভালোবাসা দিয়ে সমাজে ভালোবাসার অভাবে নষ্ট পথে থাকা এই গোলাপ কলি নামক পথশিশুদের মানব গোলাপ হয়ে ফুটতে দিই। দিনে না পারো , সপ্তাহে না পারো অন্তত মাসে একটি দিন সময় দিয়ে ভালোবাসা দাও, দেখবে সমাজে কালোর আভা কেটে গিয়ে আলোর বন্যা বইবে। যদি কারো মনে একটু ভালোবাসা থাকে এই শিশুদের কল্যাণে দেওয়ার জন্য , চলে আসো । যোগাযোগ করো আমার সাথে, যোগ হও পথশিশু সেবা সংগঠনের সাথে। আমরা সপ্তাহে ৬ দিন রাজধানীর সদরঘাট , কমলাপুর, মহাখালি, কাওরান বাজার, নিউমার্কেট , গাবতলিতে ভালোবাসার বিনিময় করি, তোমার যেখানে ভালো লাগে চলে আসো , আর ভালোবাসো পথশিশুদের ।