২ অক্টোবর পথশিশু দিবস। পথশিশু সেবা সংগঠন এই দিবসে শিশুদের অধিকার, তাদের দাবী এবং মনের কথা প্রকাশের জন্য বাংলা একাডেমীর বিপরীতে এই দিবসটি পালন করে।
চিত্র অঙ্কন, চিত্র প্রদর্শনী, গান, সচেতনতামূলক নাটক, বিনোদন, স্বেচ্ছাসেবী এবং শিশুদের একসাথে খাওয়া -দাওয়া আরো নানারকম কার্যক্রম দিয়ে ভরপুর ছিলো দিবসটি। এই দিনে একটাই প্রত্যাশা যেন কখনো আর দিবস পালন করতে না হয়। আমরা স্বপ্ন দেখি একদিন বাংলাদেশ পথশিশু মুক্ত হবে। পথশিশু নয় স্বাভাবিক শিশুর মতো আদর, স্নেহ আর ভালোবাসায় বেড়ে উঠবে তারা।
আপনিও পথশিশুদের সেবায় এগিয়ে আসুন।
ধন্যবাদ 🙂