শুভ দিন। আশা করি সবাই ভালো আছেন। সবাই কে পহেলা বৈশাখ এর অগ্রিম শুভেচ্ছা।
এই শুভেচ্ছার সাথে আরো জানাচ্ছি যে আমরা পথশিশুসেবা সংগঠন এবার পহেলা বৈশাখ পালন করব শিশুদের সাথে….
কি আনন্দ তাই না….. সেদিন অনেক মজা হবে।
তাই আপনারা যারা অংশগ্রহন করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন।
অনুষ্ঠান হবে চন্দ্রিমা উদ্যান, ১৪ এপ্রিল, সময় সকাল ১০টা।
এই নাম্বারে যোগাযোগ করতে পারেন (সাদিয়া – ০১৬৮৬৫৯১৯৬৮) ধন্যবাদ।