পথশিশুদের আয়রুজির পথগুলো কোভিড-১৯ আক্রান্ত সময়টাতে লকডাউনের কারণে প্রায় বন্ধ হয়ে যাওয়াতে তাদের জীবনে প্রকট খাদ্য সমস্যা দেখা দিয়েছে। আমাদের সংগঠন কিছু সহযোগী সংগঠন ও সহৃদয় বন্ধুদের সহায়তায় এই সঙ্কটের শুরু থেকেই জরুরী খাদ্য সহায়তা কার্য্যক্রম চলাচ্ছে।
পাশাপাশি সুযোগ হলে – যে বাচ্চারা নিজের ইচ্ছাতে শেল্টার হোমে যেতে চায়, তাদের আমরা চেষ্টা করছি পথশিশুদের জন্যে তৈরী আশ্রয় কেন্দ্রগুলোতে পৌছে দিতে।
ছবিগুলোতে আমাদের কার্য্যক্রমের একাংশ।
করোনা সংক্রামণের ঝুঁকি নিয়েও মানবতার সেবাতে সপ্তাহে মাত্র ২ঘন্টা পথশিশুদের কল্যাণে স্বেচ্ছাশ্রম দিয়ে আমাদের সাথে যোগ দিতে পারে যে কোন বয়েসের আগ্রহী মানুষ।
শিশুদের জন্যে প্যাকেট হচ্ছে খিচুড়ী শিশুদের রোগটা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির চেষ্টা