কর্মদিবস এবং সেবা প্রাপ্ত শিশুদের সংখ্যা
গত আট বছরে স্বেচ্ছাসেবীদের (নিয়মিত ও অনিয়মিত) সক্রিয় অংশগ্রহন ও অক্লান্ত পরিশ্রমের ফলে মোট ১,৭৮২ দিন আমরা রাস্তায় সুষ্ঠু ভাবে কাজ করতে সক্ষম হই । গত আট বছরে পথে সক্রিয় ভাবে সেবা প্রাপ্ত শিশুর সংখ্যা ছিল ৩২,৮১৯ জন এবং তাদের মধ্যে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় ১৬,৬৭১ জন শিশুকে ।
Optional Subheading
কর্ম পদ্ধতি
আমরা শিশুদের সাথে একত্রিত হই কখনও রাস্তায়, গাছতলায়, আবাস বাস, লঞ্চ বা ট্রেন স্টেশনে। আমরা গতানুগতিক শিক্ষা পদ্ধতির বাইরে অনানুষ্ঠানিক শিক্ষা দান করে থাকি । আমরা বিভিন্ন খেলাধূলা, ছবি আঁকা, প্রয়োজনীয় চিকিৎসা এবং তাদের প্রয়োজন অনুসারে সেবা প্রদান মাধ্যমে শিশুদের সাথে বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলি এবং এর ভিত্তিতে আমরা শিশুদেরকে বিভিন্ন স্কুল, হোস্টেল, পূর্নবাসন কেন্দ্রে ভর্তি করিয়ে বা পরিবারে ফিরিয়ে দিয়ে পথ থেকে শিশুকে আলাদা করি । এছাড়াও পথের শিশুদের মূল্যবোধ বৃদ্ধির লক্ষ্যে আমরা বিভিন্ন সময উপদেশমূলক গল্প, ছড়া ও বিভিন্ন নাটিকা প্রর্দশন করে থাকি ।