ডিসেম্বর মাস বিজয়ের মাস। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের স্মরণ করিয়ে দেয়, অন্যায়ের বিরুদ্ধে যে যুদ্ধ তাতে বিজয় সুনিশ্চিত।
মৌলিক অধিকার বঞ্চিত মানুষের জীবনে প্রতিটি দিনই একেকটি যুদ্ধক্ষেত্র। ক্ষুধা, দারিদ্র্য, অনিরাপদ অস্থায়ী আবাস, মাদক, রোগব্যাধি , অশিক্ষা, কুসংস্কারের সাথে লড়াই করে টিকে থাকার চেষ্টা প্রতিটি দিন। যে কোন যুদ্ধের মতই এই লড়াইয়ের সবচেয়ে বড় শিকার, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশুরা।
ঢাকা শহরের অধিকার বঞ্চিত শিশুদের পাশে আমরা আছি গত আট বছর ধরে। ন্যায়ের পক্ষে এই যুদ্ধে আপনিও অংশ নিতে পারেন। পথশিশুদের জীবনে বিজয় এনে দিতে কাজ করতে পারেন আপনার সাধ্যমত। পথ আমাদের বন্ধুর, কখনও ক্লান্তিকর, কখনওবা হতাশার– কিন্তু বিজয় আমাদের সুনিশ্চিত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এমন একদিন আসবে যেদিন কোন শিশুকেই আর রাস্তায় থাকতে হবে না। প্রতিটি শিশু তার ন্যায্য অধিকার নিয়ে সুস্থ জীবনের পথে বিকশিত হবে।
পথশিশু সেবা সংগঠন পরিবারের পক্ষ থেকে সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
ohhhhhhhhhhhhhhh dear PSS our web page !!!! really so happy to see you taking new look , new energy, new news to be spread