পথশিশুদের সেবার মান উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির জন্য সংগঠন বিভিন্ন সময় স্বেচ্ছাসেবীদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। গত ২৯.০৭.২০১৬ তারিখ শুক্রবার প্রায় দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিলো। প্রশিক্ষণসূচী বেশ চমৎকার ছিলো।
– আচরণ ব্যবস্থাপনার সূচনা পদ্ধতি,
– ভালো শ্রোতা হও,
– আচরণ ব্যবস্থাপনা,
– শিক্ষা,
– স্বেচ্ছাসেবীদের পারস্পরিক যত্ন,
– কাউন্সেলিং,
– শিশুদের বিভিন্ন খেলাধূলা পরিচিতি,
– হ্যান্ডিক্রাফটস ( হাতে বানানো বিভিন্ন খেলাধূলা),
– ছবি আকাঁ
এই সকল বিষয় নিয়ে পুরো দিনে চমৎকার এক প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হয়।
আমরা আশাবাদী স্বেচ্ছাসেবীরা বিভিন্ন বিষয়ে যে জ্ঞান আহরণ করেছে তা শিশুদের মাঝে সেবা এবং ভালোবাসা বিতরনের মানকে আরো বৃদ্ধি করবে।
ধন্যবাদ।